মূল্যবোধ!!! A true learning!!!
আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় কেনিয়ান দৌড়বিদ "আবেল মুতাই" ফিনিশ লাইন শেষ করার ঠিক কয়েক ফুট আগেই দৌড় বন্ধ করে দিল। তার ধারনা ছিল যে, সে ফিনিশ লাইন শেষ করে ফেলেছে এবং সে জিতে গেছে।
আবেলের ঠিক পিছনেই ছিল স্প্যানিশ দৌড়বিদ "ইভান ফারনান্দেজ"৷ সে চিৎকার করে আবেল কে বলতে লাগল, "হে, তুমি ফিনিশ লাইন শেষ করো নাই। তুমি দৌড় চালিয়ে যাও।"
আবেল কেনিয়ান হওয়ায় ইভানের ভাষা "স্প্যানিশ" বুঝতে পারছিলনা। সে দাড়িয়েই রইল।
ইভান এটা বুঝতে পেরে আবেলকে ধাক্কা দিয়ে ফিনিশ লাইন পাড় করে দিল। তারপর কেনিয়ান দৌড়বিদ আবেল জিতে প্রথম স্থান অধিকার করলো ৷
প্রতিযোগিতার শেষে এক সাংবাদিক ইভানকে জিজ্ঞাসা করল: তুমি এমনটা করলে কেন?!!
ইভান বলল, "আমার স্বপ্ন হল একদিন আমাদের একটি ইউনিটি লাইফ থাকবে।"
সাংবাদিক: তাতো বুঝলাম, কিন্তুু ঐ কেনিয়ান আবেলকে কেন জিতিয়ে দিলে?!!!
ইভান আবারো বলল, "আমি তো তাকে জিতিয়ে দেইনি। সে তো জিতেই যাচ্ছিল।"
সাংবাদিক: তুমি নিজেই তো জিততে পারতে, কারন তুমি তো ঠিক তার পরেই ছিলে!!!
ইভান: সাংবাদিকের দিকে তাকিয়ে উত্তর দিল,
"দেখ, সত্যিই আমি জিততে পারতাম। কিন্তুু জেতার মুল্য কী হতে পারত!!? কী সম্মান আমি পেতাম!!? হয়ত একটি মেডেল পেতাম আর কিছু টাকা ৷ তা ক্ষনস্থায়ী!! সারাজীবনের সম্পদ নয় ওগুলো ৷ আর এইরকম জেতায় আমার মা'ই বা আমাকে কী ভাবতো!!!"
--------------------------------
মানুষের মূল্যবোধ (Values) এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে স্থানান্তরিত হয়। ইভান তার মায়ের কাছ থেকে যে মূল্যবোধ পেয়েছিল তা হলো আরেকজনকে ঠকিয়ে সে যেন জিতে না আসে।
আমরা কী আমাদের বাচ্চাদের সঠিক মুল্যবোধ শিক্ষা দিচ্ছি!!? নাকি আমরা আমাদের বাচ্চাদের যেকোন ভাবেই জিতে আসার শিক্ষাটা দিচ্ছি!!!
পরিবর্তন এভাবেই আসে!! হয়তো আপনি একা একা চাইলেই নিজের সমাজকে পরিবর্তন করতে পারবেন না ৷ তাই আগে নিজে পরিবর্তন হউন, অত্যন্ত পরবর্তী জেনারেশনদের কথা ভেবে এবং নিজের সন্তানকেও অনুরূপ শিক্ষা দিন ৷
0 Comments